বিজিবি-বিএসএফ বৈঠক
চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৯ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৪ পিএম
বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
ভারতের কৃষ্ণনগর বিএসএফ সেক্টরের উদ্যোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ সংক্রান্ত নানা ইস্যুতে আলোচনা হয়।
বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ থেকে বেলা ২টা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের বিপরীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতের বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।
জানা যায়, সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও অস্ত্র পাচার শূন্যের কোটায় আনার আলোচনা হয়েছে। তারা সবকিছুই মেনে নিয়েছে। আমাদের একটি স্বার্থের বিষয় ছিল শূন্যরেখার কাছে রাস্তার সংস্কার কাজ চলার ব্যাপারে তাদের কাছে আবেদন জানিয়েছে। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সম্মতি সাপেক্ষে আমরা দ্রুত কার্যক্রম চালু করতে পারব। তাদের পক্ষ থেকেও একই ধরনের আবেদন ছিল।
বিএসএফ-বিজিবির মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে ও ভাই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দুই দেশের মধ্যে আলোচনায় ফলপ্রসূ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়।
সেক্টর কমান্ডার বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, যশোর রিজিওনের স্টাফ অফিসার মেজর আমিনুর রহমান, কুষ্টিয়া সেক্টরের স্টাফ অফিসার মেজর শফিকুল ইসলাম, ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানী কমান্ডার ভিতাশী ও কোম্পানী কমান্ডার ভিড পালসহ সংশ্লিষ্টরা।
বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে আসে।