মাধবপুর( হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৯ পিএম
হবিগঞ্জের মাধবপুরে সুরমা গ্রামে হযরত শাহ চান মিয়া চৌধুরী ওরসের পরিচালনা নিয়ে দেই পক্ষে সংঘর্ষ হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) হওয়া এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাজারের ওরস উদযাপন সামনে রেখে বুধবার সকালে মাজারে সমবেত হন ভক্তরা। এ সময় কার নেতৃত্বে মাজারের ওরস উদযাপিত হবে, তা নিয়ে ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও অপরপক্ষ সাইমন চৌধুরীর সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেলে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বুধবার বিকালে বিষয়টি সুরাহার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেমের কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে একটি বৈঠক।