নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪০ পিএম
হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারি। প্রবা ফটো
নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সেন্টু হাওলাদার (৩০) ও সাব্বির হোসেন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ফুলশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেন্টু হাওলাদার সদরের তুলারমাপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে ও সাব্বির হোসেন সদরের চালিতাতলা এলাকার মোশারেফ হোসেনের ছেলে।
আহতরা হলেন- সদর উপজেলার চালিতাতলা এলাকার ইমরুল ও নুরুল ইসলাম।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, নড়াইল থেকে তিন যুবক মোটরসাইকেল যোগে কালিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় কালিয়া থেকে এক যুবক মোটরসাইকেল যোগে নড়াইলের দিকে আসার পথে ফুলশ্বর এলাকায় পৌঁছালে এই সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সেন্টু হাওলাদার ঘটনাস্থলে মারা যান। অপর মোটরসাইকেলে থাকা তিন যুবক আহত হন। পরে স্থানীয়ররা তাদের উদ্ধার করে সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে সাব্বির মারা যান।
ওসি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।