× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির ঐক্যবদ্ধ থাকলে আর কারও চান্স নেই : নজরুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৮ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮ পিএম

বুধবার বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেন নজরুল ইসলাম খান। প্রবা ফটো

বুধবার বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেন নজরুল ইসলাম খান। প্রবা ফটো

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রতিপ্রতিপক্ষরা বিএনপির ঐক্যকে ভয় পায়। বিএনপির ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কারও কোনো চান্স নেই। বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারলে তাদের কিছুটা লাভ হতে পারে। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে তাকিয়ে নেতাকর্মীদের ঐক্য থাকতে হবে। জনগণের কাছে যেতে হবে ভালো কাজের মধ্যদিয়ে চলতে হবে।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশ এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

নজরুল ইসলাম খান বলেন, মনে রাখবেন যারা বলে বিএনপির সংস্কার চায় না, তারা মিথ্যা বলে বিএনপির সবচেয়ে বেশি সংস্কার চায়। বেগম খালেদা জিয়ার ভিশন দুইটি ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি সংস্কার প্রস্তাব। যতক্ষণ ক্ষমতায় থাকেন এই সংস্কার বাস্তবায়ন করেন। আর যদি না পারেন নির্বাচন দিয়ে সরে দাড়ান। 

তিনি আরও বলেন, জুলাই আগস্টে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের ফ্যাসিবাদ পালিয়ে গেলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। জনগণের শাসন এখনও পূর্ণ প্রতিষ্ঠা হয় নাই। যারা দায়িত্বে আছেন তাদের আমরাই সেখানে বসিয়েছি। তাই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।  

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহামুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রস্তুতি কমিটির সদস্য সিমকি ইমাম, কণ্ঠশিল্পী কনকচাঁপা, সাবেক ডিআইজি খান সাইদ হাসানসহ জেলা ও বিভিন্ন উপজেলার সহযোগী ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা