শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮ পিএম
নিহত নছিমন চালকের মরদেহের পাশে স্বজনরা। প্রবা ফটো
মাদারীপুরের শিবচরে ট্রাকচাপায় সাগর সরদার নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর সরদার শরীয়তপুরের পালং উপজেলার রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত সাগর বুধবার শিবচর বাজারের কয়েকটি দোকানে টিন পৌঁছে দিয়ে নছিমন নিয়ে বিকালে শরীয়তপুর ফিরছিলেন। তার নছিমনটি দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় আসলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি নছিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. রতন শেখ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’