মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মধ্যরাতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিগাঁও সেতুর ওপর পার্কিং করে রাখা গাংচিল পরিবহনের বাসে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত হেলপারের নাম সাহাবির মিয়া (১৪)। তিনি লৌহজং উপজেলার পালেরগাঁও এলাকার সোহেল মিয়ার ছেলে। তবে আগুন থেকে রক্ষা পেয়েছেন বাসটির চালক কাউসার। তিনি জানালা দিয়ে বের হয়ে আসতে সক্ষম হন।
চালক কাউসারের বরাতে পুলিশ জানায়, রাতে তারা মশার কয়েল জ্বালিয়েছিলেন। ওই কয়েল থেকেই আগুন লেগেছে বলে কাউসার পুলিশকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে লৌহজং ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যাওয়া বাসের ভেতর তল্লাশি চালিয়ে একজনের লাশ উদ্ধার করা হয়। আগুনে বাসটি পুরোপুরি পুড়ে যায়।
টঙ্গীবাড়ি থানার ওসি মো. মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।