লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৫ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ মো. রিপন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
বুধবার সকালে তাকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রিপনকে গ্রেপ্তার করা হয়। সে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি।
ওসি আরিফুর রহমান আরও জানান, গত ৩ ফেব্রুয়ারি নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই শিক্ষার্থীকে একটি বসতঘরে নিয়ে রিপনসহ অজ্ঞাতনামা কয়েকজন ধর্ষণ ও মারধর করে। পরে ওই শিক্ষার্থীকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালের সামনে ফেলে চলে যায়।