চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর থেকে একটি মৃত হাতি উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বন বিভাগে খবর দেয়। পরে হাতিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য হাতিটির শরীরের বিভিন্ন অংশ থেকে আলামত নেওয়া হয়েছে। পরে হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আরও জানান, মারা যাওয়া হাতিটি পুরুষ জাতি, বয়স আনুমানিক ৪৫ বছর। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্তের কাজে সহযোগিতা করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাতিটি মারা যাওয়ার পেছনে কোনো রহস্য আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হাতিটির মরদেহ যেখানে পাওয়া গেছে সেখানে বা আশপাশের কোথাও বৈদ্যুতিক বা অন্য কোনো ফাঁদ পাতার প্রমাণ পাওয়া যায়নি।