× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৯ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম

বাগেরহাটে প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী

সংস্কৃতিমনা জাতি গঠন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বাগেরহাটে স্কুল পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার উদ্দীপন বদর সামছু বিদ্যা নিকেতনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। 

শিক্ষার্থীরা বিদ্যা নিকেতনের সাংস্কৃতিক ল্যাবে প্রাচীন আমলের মাটির তৈজসপত্র, ইট, বালুর ঘড়ি, কলের গান, লাঙ্গল, ঢেঁকিসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখে। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা নিদর্শনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য সম্পর্কে শিক্ষার্থীদের ব্যাখ্যা করেন। প্রদর্শনী শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথবাক্য পাঠ করান। 

অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক মো. গোলাম ফেরদাউস, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ, ফিল্ড অফিসার আইরিন পারভীন, সামছউদ্দিন নাহার ট্রাস্টের চিফ ফ্যাসিলেটেটর সুব্রত কুমার মুখার্জী উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণবিষয়ক আইন সম্পর্কে ভিডিওচিত্র প্রদর্শন ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উদ্দীপন বদর সামছু বিদ্যা নিকেতনের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

শিক্ষার্থী সিয়াম আহমেদ বলে, ‘আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথ নিয়েছি। বাগেরহাট শহরের গোড়াপত্তন, খানাজাহান আলী (রহ) নির্মিত বিভিন্ন স্থাপনাসহ নানা প্রাচীন বিষয়ে জানতে পেরেছি। আমরা খুব খুশি।’ 

নুসরাত জামান নামের আরেক শিক্ষার্থী বলে, আমরা বিভিন্ন প্রাচীন নিদর্শন দেখেছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের প্রাচীন স্থাপনা সম্পর্কে ধারণা দিয়েছেন। মসজিদের শহর বাগেরহাট, ষাটগম্বুজ মসজিদ ও প্রাচীন স্থাপনা সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। এর মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বেড়েছে। 

উদ্দীপন বদর সামছু বিদ্যা নিকেতনের সামাজিকবিজ্ঞান বিভাগের শিক্ষক নুশরাত ইয়াসমিন বলেন, আমাদের প্রতিষ্ঠানেই প্রথম সামাজিকবিজ্ঞান ল্যাব করা হয়েছে। সামাজিকবিজ্ঞান সংগ্রহশালা একটি জাতির অতীত ইতিহাস জানতে সহযোগিতা করে। প্রত্নতাত্ত্বিক এই প্রদর্শনী শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভা শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা