নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৯ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৫ পিএম
চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে ভাবনা উৎসবে বক্তব্য রাখছেন অতিথি। প্রবা ফটো
নেত্রকোণার কেন্দুয়ায় দুই শতাধিক তরুণের অংশগ্রহণে চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে ভাবনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্থানীয় ইয়ুথ স্কিলআপ ফোরামের আয়োজনে সায়মা শাহজাহান একাডেমি প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার উৎসবের উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য দেন- সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভূঞা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা আজিজুর রহমান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া, ইয়ুথ স্কিলআপ ফোরামের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান রাফি প্রমুখ।
উৎসবে দুইটি সেশনের মাধ্যমে উপস্থিত তরুণদের ভাবনা বিনিময় করা হয়।