× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে ১১ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

মানিকগঞ্জ ও সাটুরিয়া প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৬ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম

বুধবার দুপুরে পারিবারিক কবরস্থান থেকে নুরুল ইসলামের মরদেহ তোলা হয়। প্রবা ফটো

বুধবার দুপুরে পারিবারিক কবরস্থান থেকে নুরুল ইসলামের মরদেহ তোলা হয়। প্রবা ফটো

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃষক নুরুল ইসলামের মরদেহ ১১ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালত ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য মরদেহটি উত্তোলনের নির্দেশ দেন। 

কৃষক নুরুল ইসলামের মৃত্যু হয় গত বছরের ১৭ মার্চ। ওই সময় ঘটনাটি হত্যা দাবি করে আদালতে মামলা করেন তার পরিবার। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের পর পারিবারিক কবরস্থান থেকে নুরুল ইসলামের মরদেহ তোলা হয়।

কৃষক নুরুল ইসলাম উপজেলার তিল্লি ইউনিয়নের চরতিল্লি গ্রামের মৃত সামসুল হকের ছেলে। তিনি চার কন্যা সন্তানের বাবা।

মরদেহ উত্তোলনের সময় সাটুরিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মামুনুর রশিদ, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে। আদালত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’

নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় শ্যালক আরশেদ মিয়া বাদী হয়ে মৃত্যুর সপ্তাহখানেক পর আদালতে এ মামলা দায়ের করেছিলেন। মামলায় একই এলাকার ১০ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা