ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭ পিএম
সিসি টিভি ফুটেজ থেকে নেওয়া ছবি
ময়মনসিংহ নগরীতে রাতের আঁধারে মুখে মাস্ক পরে নির্বিচারে বাড়ি-ঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা মোটরসাইকেলসহ ১৫-২০টি বাড়িতে হামলা চালায়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার সিসি টিভির ফুটেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। ভিডিও থেকে জানা যায়, এ ঘটনা নগরের হরিকিশোয় রায় সড়কে সংগঠিত ঘটনার ফুটেজ।
ময়মনসিংহ কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
হরিকিশোর রায় আরজু মনি বলেন, ‘আমার দেবর উমর ফাহাদের বন্ধুদের বাগবিতণ্ডা হয় বাগানবাড়ির ছেলেদের সঙ্গে। এ নিয়ে আমাদের এলাকার অন্তত ১৫ থেকে ২০টি বাড়িতে চার দফা হামলা হয়।’
মালতি ঘোষ নামে মধ্য বয়সী এক নারী বলেন, ‘রাত ৮টা থেকে হামলা শুরু হয়। কমপক্ষে ৫০টি ছেলেমেয়ে হামলা চালায় চার বার। আমাদের বাসায় পুরুষ ছিল না। কার সঙ্গে তাদের বিরোধ তাও জানি না। আমরা হিন্দু মানুষ, কেন আমাদের ওপর এমন হামলা?’
ওসি শফিকুল ইসলাম খান বলেন, ‘হামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এ হামলা কোনো রাজনৈতিক কারণে নয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। হরিকিশোর রায় সড়কে দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সে বিরোধপূর্ণ জমিতে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির বিষয় নিয়ে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।’
তিনি আরও বলেন, ‘দ্রুতই এ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
মঙ্গলবার রাতে সিসি টিভির ফুটেজের একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তরুণ বয়সী ছেলেরা মুখে মাস্ক পড়ে নির্বিচারে বাড়ি-ঘরে হামলা চালাচ্ছেন। একটি মোটরসাইকেলেও হামলাকারীরা ভাঙচুর করছেন। এ ঘটনার সময় হরিকিশোর রায় সড়কে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।