× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতার ইটভাটায় অভিযান, ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৮ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯ পিএম

অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা। প্রবা ফটো

অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা। প্রবা ফটো

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মালিকানাধীন অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারকসহ অন্যদের অবরুদ্ধ করে রাখা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামে মেসার্স এমজেএ ব্রিকসে এ ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে ব্যবস্থা না নিয়েই ফিরে আসেন ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সবাই। এ ঘটনায় জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আখতার নূর, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি গোলাম আসিফ রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন বলে জানা যায়। 

চিঠিতে বলা হয়, মেসার্স এমজেএ ব্রিকস-২ এর মালিক জাহাঙ্গীর আলমকে গত ২৬ জানুয়ারি এবং ৬ ফেব্রুয়ারি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের চিঠি দেওয়া হয়। এরপর মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে ইটভাটার বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। আদালত পরিচালনাকালে ভাটা কর্তৃপক্ষ অশালীন আচরণ করে। বিপুলসংখ্যক লোকসমাগম করে ইটভাটার প্রবেশপথ এক্সকাভেটর এবং ব্যক্তিগত ট্রাক দিয়ে অবরুদ্ধ করে দেন। এ অবস্থায় কোনো ব্যবস্থা না নিয়ে ফিরে আসেন আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা ও ইটভাটার মালিক জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। 

ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে ইটভাটার কাগজপত্র চাওয়ার পরে ম্যানেজার কাগজ দেখাতে পারেনি। আদালতকে অসহযোগিতা করেন। আগুন নেভাতে পানি দিতে চাওয়ার পর মালিকপক্ষ গেট বন্ধ করে দেয়। মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা ৭টার দিকে সবাই ইউএনও কার্যালয়ে ফিরে আসেন। মূলত উদ্ভূত নেতিবাচক পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সমাপ্ত না করেই ফিরে আসতে হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য জেলা প্রশাসনে চিঠি দিয়েছি, যা ব্যবস্থা নেওয়ার জেলা প্রশাসক নেবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা