প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারিতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে শহরের আলোচিত রিন্টু বাহিনীর বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার নাম ব্যবহার করে এ হামলা চালানো হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী স্থানীয় একটি জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দুই শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে। তারা সেখানে থাকা নিরাপত্তাকর্মীদের মারধর করে, গোডাউন ভাঙচুর করে এবং সিসি ক্যামেরা ও সাইনবোর্ড ধ্বংস করে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জমির মালিক তাইজুল ইসলাম রাজীব জানান, তার পরিবার প্রায় তিন দশক ধরে এই জমির মালিক ও ভোগদখলকারী। তিনি বলেন, ‘আজ সকালে এক উপদেষ্টার ভাগ্নে পরিচয়ে রিন্টু বাহিনী আমাদের জমি দখল করতে আসে। তারা আমাদের নিরাপত্তাকর্মীদের মারধর করে, সিসি ক্যামেরা ও পত্রিকার সাইনবোর্ড ভেঙে ফেলে এবং ভাড়াটিয়াদের মাল লুট করে।’
তিনি আরও জানান, একজন ব্যবসায়ী নেতা আগের দিন তাদের একজন প্রতিনিধিকে ফোন করে জমিটি নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে কোনো আলোচনা হওয়ার আগেই এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পত্রিকা দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকলে আইন আদালত আছে। কিন্তু এভাবে সন্ত্রাসী কায়দায় জমি দখল ও লুটপাট মেনে নেওয়া যায় না।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, এটি সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হামলার নেতৃত্ব দেওয়া রিন্টু বাহিনীর প্রধানকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর না দিয়ে পালিয়ে যান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।