মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২ পিএম
বিক্ষুব্ধরা থানার দরজা-জানালা, আসবাবপত্র ও ৬টি গাড়ি ভাঙচুর করেন। প্রবা ফটো
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৬) সন্ধানের দাবিতে মানববন্ধন শেষে সিরাজদিখান থানায় হামলার ঘটনা ঘটেছে।
এ সময় থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর এবং পুলিশের গাড়িসহ ছয়টি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয়রা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এই ভাঙচুরের ঘটনা ঘটে। স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় গত ২৬ জানুয়ারি রোমানের বাবা মিরাজ শেখ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করে সিরাজদিখান থানায় একটি অপহরণ মামলা করেছেন। এ মামলায় এই পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনজনের মধ্যে দুইজনকে আদালত জামিন দেন।
নিখোঁজ রোমান শেখ সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন থৌড়গাও গ্রামের মিরাজ শেখের ছেলে। সে বেলতলা জি জে উচ্চ বিদ্যারযের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১১টায় সিরাজদীখান উপজেলা মোড়ে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্রামবাসী অংশ নেন। একপর্যায়ে মানববন্ধন বিক্ষোভে রূপ নেয়।
বিক্ষোভকারীরা জানান, ২৩ দিন ধরে রোমান শেখ নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এছাড়াও রোমান নিখোঁজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হলে আসামি ধরে ছেড়ে দেওয়া হয়েছে। এতে করে ক্ষুব্ধ হয় শিক্ষার্থী ও নিখোঁজের স্বজন ও গ্রামবাসী। সকালে শিক্ষার্থী ও গ্রামবাসী সিরাজদিখান থানায় গেলে পুলিশের কর্মকর্তারা থানার গেইট আটকে দিলে ক্ষুব্ধ হয় শিক্ষার্থী ও গ্রামবাসী। একপর্যায়ে থানায় হামলা চালিয়ে তারা ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা থানা প্রাঙ্গনে থাকা ৬টি গাড়ি ভাঙচুর করে। এসময় পাশেই সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর করে তারা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।
এ ঘটনার খবর শুনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মো. সামসুল আলম থানা পরিদর্শন করেন।
এ সময় সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মানববন্ধনকারীরা তিনদিনের মধ্যে নিখোঁজ রোমানের সন্ধান দাবি করেছেন।
গত ২১ জানুয়ারি বাড়ি থেকে মেলায় ঘুরতে যাওয়ার কথা বলে রোমান শেখকে বলে ডেকে নেয় তার তিন বন্ধু সিয়াম, এপ্রিল ও মানিক। পরে তিন বন্ধু বাড়িতে ফিরলেও নিখোঁজ হয় রোমান। এছাড়াও যে অটোরিকশা করে রোমানকে নিয়ে যাওয়া হয় পরে অটোরিকশাটি উদ্ধার হয়। দীর্ঘদিন স্কুলছাত্র নিখোঁজ থাকায় পরিবার পুলিশের কাছে সন্ধানের দাবি জানিয়ে আসছিল।