শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪ পিএম
নিহত দুই কৃষকের পরিবারে চলছে শোকের মাতম। প্রবা ফটো
শেরপুরে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন ও আব্দুল হানিফ নামে দুই কৃষক মারা গেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আকরাম হোসেন বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে তারই কৃষি শ্রমিক আব্দুল হানিফ এগিয়ে আসেন। এ সময় হানিফও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলে দুজনই প্রাণ হারান।
পরে স্থানীয় এক কৃষক ওই জায়গায় গেলে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।
ওসি জুবাইদুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’