রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬ পিএম
রাজবাড়ীর পাংশায় গুজব রটিয়ে অন্তত ১০ বাড়িতে হামলা ও ভাঙচুর । প্রবা ফটো
রাজবাড়ীর পাংশায় গুজব রটিয়ে অন্তত ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল এমন অভিযোগে ও একই সঙ্গে তারা সংগঠিত হচ্ছে এমন গুজবে এ হামলা চালানো হয়। তবে হামলায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া ও চর কলিমহর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় ক্ষতিগ্রস্থরা হলেন, ইয়াছিন আলী শেখ, আবুল শেখ, সাবু শেখ, মোমিন,নায়েব আলী, আজিজ, মজিদ, মানিক শেখ, নিজাম মোল্লা, সাইদুর মন্ডল, ওহাব মন্ডলের বাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বসাকুষ্টিয়া বাজারে স্থানীয় বিএনপি একটি গ্রুপ মিটিং করে। মিটিং শেষে তারা এলাকার মধ্যে মিছিল করে। মিছিল শেষে কতিপয় কিছু লোকজন এ হামলা ভাঙচুর করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তারা কোনো নাম বলতে পারছেন না।
এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।