আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের মামলায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নারায়ণগঞ্জ র্যাব-৮ ও পটুয়াখালী র্যাব-১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি সূত্রে জানা গেছে, উপজেলার কুলইরচর গ্রামের ১০ বছরের শিশুকন্যার বাবা ও মা কুকুয়া ইউনিয়নের একটি ইটভাটার শ্রমিকের কাজ করেন। গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় তাদের প্রতিবেশী রফিক হাওলাদারের জামাতা নুরুল ইসলামের মোটরসাইকেলে ওই শিশুকে বাড়িতে পাঠায়। পথিমধ্যে বাইকের চালক নুরুল ইসলাম ওই শিশুটি ধর্ষণ করে বাড়ির সামনে রেখে যায়। ঘটনাটি কাউকে বললে হত্যার হুমকি দেওয়া হয়। শিশুটি ভয়ে পরিবারকে কিছু বলেনি। পরের দিন গত ১৬ জানুয়ারি সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার দাদিকে বলে দেয়। এ ঘটনায় ১৭ জানুয়ারি শিশুটির বাবা বাদী হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমতলী থানায় মামলা করেন।