× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় বিএনপি নেতাদের নেতৃত্বে বালু উত্তোলন, প্রশাসন নিরব

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৬ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪ পিএম

পাবনা সদর উপজেলার চরতারাপুরে বিএনপি নেতাদের নেতৃত্বে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কর্মযজ্ঞ চলছে। প্রবা ফটো

পাবনা সদর উপজেলার চরতারাপুরে বিএনপি নেতাদের নেতৃত্বে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কর্মযজ্ঞ চলছে। প্রবা ফটো

পাবনা সদর উপজেলার চরতারাপুরে বিএনপি নেতাদের নেতৃত্বে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কর্মযজ্ঞ চলছে। নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের ফলে হুমকিতে শত শত বিঘা ফসলি জমি। প্রকাশ্য দিবালোকে এমন কর্মযজ্ঞ চললেও জেলা প্রশাসন ও পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি।

স্থানীয় ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়াইলবাড়ি এলাকায় পদ্ম নদীতে একাধিক পয়েন্টে বালু উত্তোলন চলছে। পাহারা বসিয়ে প্রতিদিন একাধিক ভেকু মেশিন দিয়ে অর্ধশতাধিক ট্রাকের মাধ্যমে বালু উত্তোলন চলছে। এসব বালুর বোঝাই ট্রাকগুলো চলে যাচ্ছে ইউনিয়ন ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তে। প্রতিদিন প্রায় ৫ থেকে ১০ লাখ টাকার বালু কেনা-বেচা চলছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, আগে এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে বালু উত্তোলন চলত। বালু উত্তোলনের ফলে কয়েক মাস আগে গর্তে পড়ে তিন শিশু মারা গেলেও তারা কর্মকাণ্ড থামায়নি। গত ৫ আগস্ট পরবর্তিত পরিস্থিতিতে তারা পালিয়ে গেলে হাল ধরেছেন স্থানীয় বিএনপি নেতারা। এসব জমি বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন। জমির মালিকদের নানা হমকি দিয়ে তাদের নিষেধ উপেক্ষা করেই এসব কর্মকাণ্ড চলছে।

এসব কর্মকাণ্ডে চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ রহমত আলী এবং বিএনপির কর্মী এহসানুল হক বাবনের নামে অভিযোগ উঠলে তিনি অস্বীকার করেছেন। এ ব্যাপারে বাবন বলেন, ‘এই ইস্যুতে আমার কোনো মতামত নেই। বালুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনারা প্রশাসনকে বলেন তারা বন্ধ করে দিক।’

আর শেখ রহমত আলী বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গেে আমার সংশ্লিষ্টতা নেই। আমি চরতারাপুরে রাজনীতি করি, চেয়ারম্যান ছিলাম এবং সাবেক সভাপতি ছিলাম এজন্য কেউ নাম বলতে পারে, কিন্তু আমি এর সঙ্গে জড়িত নই। এ  ব্যাপারে প্রশাসন আমার কোনো কথা শোনে না।’

পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এটা এসিল্যান্ডের বিষয়। আমরা খবর পেলে এসিল্যান্ড মহোদয়কে বলি। তিনি আমাদের বললে আমরা প্রয়োজনে মোবাইল কোর্ট করব।’

এ ব্যাপারে পাবনা সদর ভূমি সহকারী কমিশনার মুরাদ হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা