রাজশাাহী অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড লজিসস্টিকস) মো. তানভীর সালেহীন ইমনকে আটক করে নিয়ে গেছে ডিবির একটি টিম। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে আসা ডিবিরর একটি টিম তাকে পুলিশ একাডেমি থেকে আটক করে মাইক্রোতে করে তুলে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির অধ্যক্ষ আসাদুর রহমান ভুঁইয়া।
সূত্র মতে, মঙ্গলবার রাতের একটি মাইক্রোতে করে ডিবির টিম সারদা পুলিশ একাডেমিতে প্রবেশ করে। এরপর এসপি ইমনসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিষয়ে খোঁজখবর নেয় ওই টিম। বিষয়টি জানাজানি হলে পুলিশ একাডেমিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন কর্মকর্তা একাডেমি ছেড়ে সরে যান।
এর আগে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের পাঁচ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে কক্সবাজারের মেজর সিনহা হত্যাকাণ্ডের সময় ওই জেলার সমালোচিত এসপি এবিএম মাসুদ হোসেন বর্তমানে রাজশাহী সারদায় কর্মরত আছেন।
আটক এসপির নাম মো. তানভীর সালেহীন ইমন ২৮তম বিসিএস ক্যাডার। তিনি একাডেমিতে যোগদান করার আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। মো. তানভীর সালেহীন ইমন পিপিএম ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি চাকরি জীবনের সহকারী পুলিশ সুপার (এএসপি) কুমিল্লায় ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর থেকে তিনি ঢাকায় কর্মরত ছিলেন। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) অর্জন করেন।