খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫ পিএম
খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে পুলিশের হাতে আটক কয়েকজন। প্রবা ফটো
খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে ৩২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, পানছড়ি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ সাকিবুর রহমান, পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম অনিক, মাটিরাঙা উপজেলার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জাফর আহাম্মদ আবু জাফর, আচালং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিলাল হোসাইন, দপ্তর সম্পাদক মো. হাবিব উল্যাহ, খাগড়াছড়ির ইসলামপুর আওয়ামী লীগের নেতা মো. সবুজ ভুইয়া, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউছুফ পাটোয়ারী, সদস্য মো. আলমগীর হোসেন।
এ ছাড়া দীঘিনালা বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম, মেরুং ইউনিয়ন ছাত্রলীগের মো. সুমন গাজী ও কবাখালীর ছাত্রলীগ নেতা মো. আসিফ। গুইমারা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. লোকমান হোসেন নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়া ও মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. নুরুল ইসলাম বাবু।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘দেশের অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের আটকে পুলিশ দিনরাত অভিযান চালাচ্ছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেকপোস্ট। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।’