মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫২ এএম
শালমারা নদীর তাবোয়ার ঘাট এলাকায় নদীতে জাল দিয়ে মাছ চাষ করছেন ইজারাদাররা। প্রবা ফটো
ইতিহাস-ঐতিহ্যে ঘেরা রংপুরের শালমারা নদীকে সায়রাতভুক্ত বিল দেখিয়ে ৫৫ একর জমি ইজারা দিয়েছে প্রশাসন। প্রবহমান নদী হওয়ায় ব্যক্তির নামে বন্দোবস্ত বাতিলের এক বছরের মাথায় শালমারা নদীর জমি লিজ প্রদান করায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। নদীর পানি ব্যবহার ও মাছ শিকার করতে না পারায় জেলে, কৃষকসহ স্থানীয়দের সাথে ইজারাদারদের উত্তেজনা বিরাজ করছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার নদী-বিল-জলাশয় বাণিজ্যিক কারণে লিজ প্রদান থেকে বিরত থাকার নির্দেশকে প্রশাসন উপেক্ষা করায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।
জানা যায়, ২০২২ সালের ২৭ জুন রংপুরের মিঠাপুকুর উপজেলার অন্তর্গত শালমারা নদী দখলমুক্ত উৎসব হয়েছিল। সেই সময় শালমারাকে প্রবহমান নদী হিসেবে প্রশাসন উল্লেখ করে দীর্ঘ ৪০ বছর পর ব্যক্তির নামে দেওয়া বন্দোবস্ত বাতিল করে জেলা প্রশাসন।
অভিযোগ উঠেছেÑ এবার নদীটিকে ‘শালমারা বিল’ দেখিয়ে ৩টি স্থানে মৎস্যজীবী সমিতিকে ইজারা দিয়েছে প্রশাসন। শালমারাকে সায়রাতভুক্ত দেখিয়ে মিঠাপুকুর জয়রামপুর আনোয়ার ও শিংগীকুড়া মৌজায় নদীর ৩৯ একর ৪০ শতক জমি ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যে, পার্শ্ববর্তী বড় হযরতপুর ইউনিয়নে ‘শাল রিভার ছোট’ নাম দিয়ে ৪ একর ২০ শতক এবং ভাংনী ইউনিয়নে ‘বুড়াইল নদী’ নামে ১১ একর ৬৪ শতক জমি ১৫ হাজার ৫০০ টাকায় লিজ দেওয়া হয়েছে। এসব লিজ দেওয়ার ক্ষেত্রে প্রবহমান শালমারাকে বদ্ধ জলাশয় হিসেবে দেখাতে নদীর চারদিকে আবাদি জমি রয়েছে উল্লেখ করা হয়েছে। চলতি বছর লিজ কার্যকর হওয়ায় ইজারাদাররা নদীতে জাল দিয়ে ঘিরে মাছ চাষ শুরু করেছে।
গতকাল মঙ্গলবার সকালে নদীর তাবোয়ার ঘাট এলাকায় শালমারা নদী ইজারা দেওয়ার সঙ্গে জড়িত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ডের শাস্তি ও ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন স্থানীয়রা।
রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, স্থানবিশেষে শালমারার নাম চমকা, মিঠাপুকুরের কাফ্রিখাল নদীর সঙ্গে মিলিয়ে হয়ে বুড়াইল নাম হয়েছে। নদীটির একটি অংশ কয়েকজন প্রভাবশালী জেলা প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে লিখে নিয়েছিল। আন্দোলনের ফলে রংপুরের ডিসি তিন-চার বছর আগে মালিকানা বাতিল করেন। এখন সেই নদীকে আবার বিল দেখিয়ে তারা ইজারা দিয়েছেন।
রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বলেন, শালমারা দীর্ঘদিন ধরে সায়রাতভুক্ত হিসেবে রয়েছে। এ নিয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সার্ভে করাসহ সায়রাতভুক্ত থেকে কর্তনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ অনুযায়ী ২০ একরের নিচে উপজেলা থেকে এবং ২০ একরের ঊর্ধ্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজ দেওয়া হয়েছে।