× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন

প্রবা প্রতি‌বেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৬ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫২ এএম

কনটেন্ট ক্রিয়েটর কাফি। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর কাফি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। এর প্রতিবাদে পটুয়াখালী জেলার কলাপাড়ায় এক প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছেন তিনি। আজ বুধবার বেলা ১১টার দিকে এ সমাবেশের ডাক দেন।  

সমাজমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুরুজ্জামান কাফি তার আগুনে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করবেন বলে জানান।

সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে কলাপাড়া থানার পায়রা সমুদ্র বন্দর জিরো পয়েন্টে, ৪ লেন ও ৬ লেন সড়কের মাঝামাঝি, হাইওয়ের পাশে।

কাফি লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম ও করছি। নিরাপত্তা পাইনি।’

কাফির প্রতিবেশী হৃদয় খান জানান, ‘তার (কাফির) ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময়ে তার বাবা-মা, ভাই-ভাইয়ের স্ত্রী-সন্তান ঘরেই ছিল। তারা একপর্যায়ে দরজা ভেঙে বের হয়ে আসেন।’

কাফি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসে দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করা হয়ে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা