দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২১ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১ পিএম
প্রবা ফটো
ঢাকার দোহারে রুনা আক্তার নামে এক গূহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
রুনার বোন মরজিনা ও সেলিনার অভিযোগ- তার বোনকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল রুনার স্বামী অপূর্ব।
এ ঘটনায় রুনার শাশুড়ি পারভীন বেগম ও শশুর মো. আলমকে আটক করেছে দোহার থানা পুলিশ।
নিহত রুনা আক্তার ঢাকা আমিন বাজার এলাকার মৃত হযরত আলীর মেয়ে। অপৃর্ব মধ্য লটাখোলা হাজী নওয়াব আলী মার্কেট সংলগ্ন এলাকার মো. আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা এগারোটার দিকে অপূর্বের সাথে রুনার মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। রুনা তার স্বামীর পরকিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। এতে ক্ষিপ্ত হয়ে অপূর্ব তার স্ত্রীকে মারধর করে। আড়াইটার দিকে রুনাকে বাড়ির বাইরে নিয়ে আবারও মারধর করে অপূর্ব।
বিকাল ৫টায় এলাকাবাসী ঘটনাটি বুঝতে পেরে দোহার থানা পুলিশকে অবগত করে। পরে পুলিশ অপূর্বের ঘর থেকে রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অপূর্ব।