× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধে মুচলেকা, মালিকের জরিমানা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৪ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫ পিএম

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধে মুচলেকা, মালিকের জরিমানা

লক্ষ্মীপুরে বায়ূ দূষণরোধে প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ ইটভাটা মালিক মানিককে ২লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ ছাড়পত্রসহ লাইসেন্স বিহীন ইটভাটার চিমনি ভেঙে পানি ঢেলে আগুন নিভিয়ে দেওয়া হয়। ভাটা বন্ধ রাখতে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চররুহিতা গ্রামের নতুন বেড়ি এলাকার মেসার্স এমবিসি ইটভাটায় যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইটভাটা পরিচালানায় পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স না থাকায় ও কাঠ পুড়িয়ে বায়ু দূষণের অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিককে জরিমানা করা হয়। 

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শিব্বির আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান ও সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এসময় মোজাম্মেল হক প্রসিকিউশন প্রদান করেন। এতে সেনাবহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগীতা করে।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, অবৈধভাবে মানিক ভাটা পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় কর্তৃপক্ষ পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়া ড্রাম চিমনি ব্যবহার ও জ্বালানি কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিলেন। পুরো ভাটার কার্যক্রম অবৈধভাবে চলছে। এতে ড্রাম চিমনি ভেঙে দিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ঢেলে আগুন নিভিয়ে দেওয়া হয়। ভাটার কার্যক্রম সম্পুর্নরুপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভাটা বন্ধ রাখতে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা