× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২২ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৭ পিএম

পঞ্চগড়ে দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে দুদিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

পরে হলরুমে আলোচনা সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বক্তারা জ্ঞান বিকাশে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের কল্যাণকে কাজে লাগিয়ে নিজেদের উদ্ভাবনী জ্ঞানকে কাজে লাগাতে হবে। দেশ ও পরিবেশের প্রয়োজনে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে জনগণের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান।  

পরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নেওয়া স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবনী নানা প্রযুক্তি প্রর্দশনী ঘুরে দেখেন অতিথিরা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা শহরের ২০শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা