জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪২ পিএম
জামালপুর সদরে লাইসেন্স না থাকায় ৪টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে সদর উপজেলার ডাকপাড়া মেসার্স স্টার ব্রিকস, বিলপাড়া মেসার্স রুপালি ব্রিকস, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স কিং ব্রিকস, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স স্টার ওয়ান ব্রিকসে এই জরিমানা করা হয়। অভিযানে পানি দিয়ে চুলার আগুন নিভিয়ে, ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি জানান, অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চার ভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।