চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৪ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৪ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা চত্বরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার শুরুতেই দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।
বিষয় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, প্রচার-প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী আব্দুর রহিম,ত তানভীর ইসলাম অনিক প্রমুখ।
উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে দামুড়হুদা কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় ১৪টি স্টলের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারনা দেওয়া হচ্ছে।
মেলাটি আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।