সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৭ পিএম
আহ্বায়ক কমিটি স্থগিতের দাবিতে মহাসড়ক অবরোধ করেন সিরাজগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। প্রবা ফটো
সিরাজগঞ্জে সড়ক ও রেলপথ অবরোধের মুখে সদ্যঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিল করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের বিষয়টি জানানো হয়েছে।
অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
কমিটি স্থগিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর মেহেদী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর আগে সোমবার বিকাল ৪টা থেকে নতুন কমিটি স্থগিতের দাবিতে যমুনা সেতুর পশ্চিম পাড়ে মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার একাংশ। তাদের অভিযোগ- কমিটিতে আন্দোলনের সময় ত্যাগী শিক্ষার্থীদের স্থান দেওয়া হয়নি।
গত ৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় সজীব সরকারকে। সদস্য সচিব করা হয় মেহেদী হাসানকে।
৯ ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুনতাছির মেহেদীর ও তার অনুসারীরা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি দাবি করেন, নতুন আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে- এমন অনেকেই স্থান পেয়েছেন। এই কমিটিতে তিনিসহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অনেকেই স্থান না পাওয়ায় সবাই বৈষম্যের শিকার হয়েছেন।