নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৮ পিএম
বরিশালে অদম্য নারী পুরস্কার-২০২৫-এর বিভাগীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় নারীবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাওছার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মনজুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রুনা লায়লা ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক নাইমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্যে তিনজন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে তিনজন, সফল জননী তিনজন প্রথমসহ পাঁচ নারী দ্বিতীয় স্থানের সম্মাননা পেয়েছেন। এ ছাড়া সাধারণ ক্যাটাগরিতে সম্মাননা পান ১৭ জন।