× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে নোঙ্গর করা জাহাজগুলোকে চট্টগ্রামে যাওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪০ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

নারায়ণগঞ্জের তিন নদীতে অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের তিন নদীতে অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়েছেন বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নদীতে নোঙ্গর করে রাখা কার্গো জাহাজগুলোকে দ্রুত চট্টগ্রাম বন্দরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন মজুমদার, উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, আসন্ন পবিত্র মাহে রমজানে কৃত্রিম খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে আশঙ্কায় নোঙ্গর করা জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ।

অভিযানে খাদ্যপণ্য নিয়ে অবস্থানরত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার ড্রাইভার সুকানী, লোড-আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলা হয়। এ সময় জাহাজে থাকা পণ্যগুলো দ্রুত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে একটি লাইটারেজ জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা