× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে পাউবোর প্রকল্প বিষয়ক গণশুনানি

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৭ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬ পিএম

মানিকগঞ্জে পাউবোর প্রকল্প বিষয়ক গণশুনানি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আয়োজনে চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নোভানা জামিল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কারিগরি সহকারী নিতাই চন্দ্র সূত্রধর, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, গণমাধ্যমকর্মী এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গণশুনানিতে বর্তমান প্রকল্পগুলোর অগ্রগতি, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রকল্পগুলোর পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং স্থানীয় জনগণের সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা তাদের মতামত ও সমস্যাগুলো উপস্থাপন করেন।

এ সময় বক্তারা বলেন, জেলার নদীভাঙন রোধ, বন্যানিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধা বৃদ্ধিতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে এলাকাবাসীর জীবনমানের উন্নয়ন ঘটবে এবং প্রকৃত সমস্যাগুলো সমাধানের পথ সুগম হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা