রংপুরে মা-মেয়ে হত্যা
রংপুর অফিস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৫ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬ পিএম
রংপুরে মা ও মেয়ে হত্যা মামলায় গ্রেপ্তার আতিকুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে পীরগঞ্জ আমলী আদালতে তোলা হলে পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে।
শুনানি শেষে আদালতের বিচারক মনতাজ আলী ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আতিকুর রহমান পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ গত শনিবার তাকে দেলোয়ারা বেগম ঝিনুক হত্যা মামলায় গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক।
তিনি বলেন, পীরগঞ্জে গলা কেটে দেলোয়ারা বেগম ঝিনুক হত্যা ও দেড় মাস আগে দেলোয়ারা বেগমের শিশু কন্যা সাইমাকে হত্যার ঘটনা ঘটেছে। এ দুটি হত্যার রহস্য উন্মোচনের জন্য আমরা ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রবিবার রাত ৮টার দিকে আতিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশা করছি রিমান্ডে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।
উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের রেজাউল করিম তার স্ত্রী দেলোয়ারা বেগম ঝিনুককে প্রায় তিন বছর আগে তালাক দেন। তারপর থেকেই ঝিনুক জীবিকার জন্য বেছে নেন যাত্রাগান। এতে তিনি শিল্পী হিসেবে কাজ করে আসছেন। সঙ্গে তার ৫ বছরের শিশুকন্যা সাইমাও থাকত। এদিকে পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনাপাড়ার জুয়াড়ি আতিকুর রহমান ঝিনুককে মাঝেমধ্যে যাত্রাগানের শিল্পী হিসেবে ভাড়া করে আনতেন। পাশাপাশি তারা স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিলেও তাদের ছিল অবৈধ সম্পর্ক। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায় একটি মরিচের ক্ষেতে দেলোয়ারা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় শনিবার সকালে কাবিলপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রাম থেকে বোরকা পরে পালানোর চেষ্টাকালে আতিকুরকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করলে আতিকুর দেলোয়ারা বেগমকে হত্যার কথা স্বীকার করেন এবং তাকে নিয়ে পীরগঞ্জের বড় বদনাপাড়া গ্রামের করতোয়া নদীর তীরে বালুর ভেতর পুঁতে রাখা দেলোয়ারা বেগমের মাথা উদ্ধার করে পুলিশ। এরপর বিষয়টি জানাজানি হলে ঝিনুকের সাবেক স্বামী রেজাউল করিম মোবাইলে পীরগঞ্জ থানার ওসিকে তার মেয়ে কোথায় জানতে চাইলে এ নিয়ে পুলিশ আতিকুরকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকালে আতিকুরের বাড়ির পেছন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মা ও মেয়েকে হত্যার ঘটনায় এসআই অনন্ত কুমার বর্মন বাদী হয়ে আতিকুরকে প্রধান আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।