চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম
সিইপিজেডের ভেতরে দুই পোশাক কারখানার শ্রমিকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পোশাক কারখানা বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে দুই কারখানা শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিইপিজেডের ভেতরে প্যাসিফিক গ্রুপের এনএইচটি ফ্যাশন লিমিটেড এবং প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের শ্রমিকদের মাঝে এই ধাওয়া-পাল্টা ঘটে।
জানা যায়, রবিবার (৯ ফেব্রুয়ারি) খাদ্য ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন বাড়তি সুবিধার দাবিতে বিক্ষোভ শুরু করেন প্যাসিফিক গ্রুপের প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের শ্রমিকেরা। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধ ঘোষণা দেয় মালিকপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকদের কারখানায় অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবি-দাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন ২০১৯ ধারা ১২(১) অনুযায়ী সোমবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, খাদ্য ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকেরা রবিবার থেকে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের দাবির মুখে ওই দিন কারাখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। তবে শ্রমিকরা সোমবারও কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে একই গ্রুপের মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশন লিমিটেডের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
তারা জানান, এ সময় আন্দোলনকারীরা এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানান। কিন্তু সাড়া না দেওয়ায় তারা ক্ষুব্ধ হন এবং ওই কারখানার শ্রমিকদের উদ্দেশে ইট-পাটকেল ছোঁড়েন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইপিজেড কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কারখানা বন্ধের জের ধরে প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের কিছু শ্রমিক সকালে একই গ্রুপের মালিকানাধীন এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বাধ্য করতে চান। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃংখলাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ‘এনএসটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বক্তব্য হচ্ছে- খাদ্য ও চিকিৎসা ভাতা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তাহলে তারা কেন আন্দোলনে যোগ দিবে।’
তিনি আরও বলেন, ‘প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের শ্রমিকদের একটি অংশও আন্দোলনের বিপক্ষে। তারা দুপুর দেড়টার দিকে আমাদের কাছে এসে কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে। লিখিত বক্তব্যে তারা বলছেন, রবিবারের ঘটনার জন্য তারা মালিকপক্ষের কাছে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আমরা যাতে দ্রুত কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করি। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে কারখানা খুলে দেওয়ার বিষয়ে কাজ করছি। আশা করছি, কাল অথবা পরশু কারখানা পুনরায় খুলে দেওয়া হবে।’