× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে দুই দিনে শিয়ালের কামড়ে আহত ১৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম

ভৈরবে দুই দিনে শিয়ালের কামড়ে আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে দুই দিনে শিয়ালের কামড়ে ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত রবিবার বিকালে উপজেলার গোছামারা গ্রামে ও রাতে পৌর শহরের কমলপুর, নিউটাউন, আমলাপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় শিয়ালের কামড়ে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ আহত হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন ও গত রবিবার একজন চিকিৎসা নিয়েছে।

আহতরা হলোÑ ভৈরব পৌর শহরের কমলপুরের ঝর্ণা বেগম, শফিক মিয়া, ফরিদ মিয়া, রুনা, বৃষ্টি আক্তার, শিশু আদিবা, রিনা বেগম, উপজেলার শ্রীনগর ভবানীপুর এলাকার জেসমিন বেগম ও শিমুলকান্দির গোছামারা গ্রামের বাসিন্দা ওয়াজ উদ্দিন। 

এদের মধ্যে গুরুতর আহত ওয়াজ উদ্দিনকে ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

স্থানীয়রা জানায়, গত রবিবার বিকালে উপজেলার গোছামারা গ্রামের কৃষক ওয়াজ উদ্দিন বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটছিলেন। হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে তাকে কামড়ানো শুরু করে। স্থানীয়রা আহত ওয়াজ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকার মহাখালী সংক্রমন ব্যাধি হাসপাতালে প্রেরণ করে। এদিকে ওই দিন দিবাগত মধ্যরাতে শহরের কমলপুর পশ্চিমপাড়া, নিউটাউন ও আমলাপাড়া এলাকায় শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় নিউটাউন এলাকার লোকজন একটি শিয়ালকে পিটুনিতে মেরে ফেলেছে।

আহতের স্বজন সাব্বির হোসেন সামির বলেন, ‘রাতে আমাদের কমলপুর এলাকায় শিয়ালের আতঙ্কে আমরা ঘুমাতে পারিনি। আমার আত্মীয় বৃষ্টি ও হালিম মিয়া এবং এলাকার বৃদ্ধ, নারী, শিশুসহ বেশ কয়েকজনকে একটি পাগলা শিয়ালে কামড় দিয়েছে। শুনেছি নিউটাউন এলাকায় একটি পাগলা শিয়ালকে মেরে ফেলা হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারিয়া নাজমুন প্রভা বলেন, ‘আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়াসহ একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা