বেতাগী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩০ পিএম
বরগুনার বেতাগীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দরে সার বিক্রি করার অপরাধে মো. বশির উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বেতাগী পৌর শহরের উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। জানা গেছে, দুপুরে বেতাগী বাজারে অভিযানকালে সার ডিলার, মুদিখানাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়।
এ সময় মেসার্স মনির এন্টারপ্রাইজ নামে বিএডিসি সার ডিলারের দোকানে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. বশির উদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান ও বেতাগী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, কৃষকরা দেশের সম্পদ। যার জন্য সরকার কৃষকদের উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির মাধ্যমে প্রতারণা করছেন, তা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।