× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজ ট্রলারচালকের সন্ধানের দাবিতে মানববন্ধন

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৯ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২১ পিএম

নিখোঁজ ট্রলারচালকের সন্ধানের দাবিতে মানববন্ধন

উজিরপুরের সন্ধ্যা নদী থেকে নিখোঁজ ট্রলারচালক মাহাবুব হাওলাদারের সন্ধানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে এলাকার প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেনÑ উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম খান, সদস্য সচিব রোকুনুজ্জামান টুলু, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন আকন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম প্রমুখ।

মানববন্ধনে নিখোঁজ মাহাবুবের বড়ভাই জামাল হোসেন বলেন, আমার ভাই একজন নিরীহ মানুষ। সে ট্রলারচালক। তাকে বিনা কারণে অপহরণ করা হয়েছে। আজ (গতকাল) ১১  দিন পর্যন্ত তাকে আমরা খুঁজে পাচ্ছি না। তাকে আমরা জীবিত চাই। 

এতে অন্য বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে একদল চাঁদাবাজ, কিশোর গ্যাং, দখলবাজ সন্ত্রাসী দেশকে অস্থিতিশীল করে তুলছে। অগ্নিসংযোগ, অপহরণ ও গুমের মতো জঘন্য কাজে জড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এরাই মাহাবুবকে ট্রলারসহ অপহরণ করেছে। তাই পুলিশ প্রশাসনের উচিত হবে মাহবুবকে খুঁজে বের করা। জামাল হোসেন আরও বলেন, তার ভাইকে খোঁজ না দেওয়া পর্যন্ত টলার বন্ধ থাকবে। এ সময় নিখোঁজ মাহবুবকে উদ্ধারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে উদ্ধার না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। 

উল্লেখ্য, বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলারচালক মাহাবুব হাওলাদারকে বাবুগঞ্জ-উজিরপুর সন্ধ্যা নদী থেকে গত ৩১ জানুয়ারি রাত ১০টার দিকে রাহুতকাঠী ঘাট থেকে শিকারপুর আসার পথে পথিমধ্যে ট্রলারসহ নিখোঁজ হন। তারপর গত ৬ দিনেও তার কোনো সন্ধান মেলেনি। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। 

জানা গেছে, মাহাবুব শিকারপুর খেয়াঘাটে নিয়মিত পারাপারের জন্য ট্রলার চালাতেন। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে ৮ থেকে ১০ তরুণ ও কিশোর যাত্রী তার ট্রলারে ওঠে। নদীর মাঝখানে পৌঁছলে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্যে এগিয়ে আসেনি। 

নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ধারণা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। মানববন্ধনে বক্তৃতা দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজা ও সহকারী পুলিশ সুপার ইকরামুল আহাদ। তারা অপহৃত মাহাবুবকে খুঁজে বের করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাবুগঞ্জ থানা পুলিশ ও উজিরপুর থানা পুলিশ মিলিতভাবে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা