× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালুমহালের টেন্ডার

মারধরের ছবি-ভিডিও করায় সাংবাদিককে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৬ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭ পিএম

মারধরের ছবি-ভিডিও করায় সাংবাদিককে কুপিয়ে জখম

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বালুমহাল ইজারার টেন্ডার নিয়ে দুই পক্ষের মারধরের ছবি ও ভিডিও ধারণ করায় মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত সাংবাদিককে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকাননে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ইমরান বলেন, ‘সোমবার (গতকাল) কালুখালী উপজেলার পাতুরিয়া গড়াই নদীর বালুমহাল টেন্ডারের শিডিউল দাখিলের শেষ দিন ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ে একটি প্রোগ্রাম শেষ করে নিচে নামার পর দেখতে পেলাম টেন্ডার বিরোধে একজনকে মারধর করা হচ্ছে। মারধরের ছবি ও ভিডিও করায় ১৫-২০ জন এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মোবাইল ফোন কেড়ে নেয় এবং ভিডিও ডিলিট করতে বলে। তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে। মাথায় ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। সহকর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে।’

প্রত্যক্ষদর্শী বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমি একটু দূরে দাঁড়িয়ে ছিলাম। সহকর্মী ইমরানকে মারধর করা দেখে এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’ এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতানা আক্তারের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে মারধর করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা