অপারেশন ডেভিল হান্ট
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ পিএম
মানিকগঞ্জের সিঙ্গাইরে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
অপারেশন ডেভিল হান্টের অভিযানে মানিকগঞ্জের সিঙ্গাইরের দুই ইউপি সদস্যসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই নাশকতা মামলার আসামি।
সোমবার (১০ ফেব্রুয়ারি)
মধ্যরাতে সাভারের ব্যাংক কলোনীর ছাপরা মসজিদ এলাকা থেকে পাঁচ জন এবং সিঙ্গাইরের বিভিন্ন
স্থানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- সিঙ্গাইর থানা যুবলীগের সাবেক সদস্য আব্দুস সামাদ, সাবেক দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, চান্দহর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান শিবলী, জামির্তা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জামির্তা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ রিয়াদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জামির্তা ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাজাহান, চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মজনু।
জানা যায়, তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গোবিন্দলের ৪ খুনের মামলা ও ধল্লা পুলিশ ফাঁড়ি পোড়ানো মামলার আসামি।
ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ
করা হয়।’