সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩১ পিএম
কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি বন্দুক ও বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্রসহ দুই বনদস্যু আটক। প্রবা ফটো
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি বন্দুক ও বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে শ্যামনগর উপজেলার চকবারা বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- আব্দুল হাকিম গাজি(৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫)। উভয়ই সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে লুকায়িত ১টি একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। জব্দকৃত আলামতসহ তাদের শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ব্রিফিংয়ে তিনি আরো জানান, সুন্দরবনকে ডাকাত মুক্ত করতে কোস্ট গার্ডের ‘অপারেশন ডেভিল হান্ট’ জারি থাকবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোল্যা হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।