রাজশাহী অফিস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। প্রবা ফটো
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে রাজশাহী বিভাগের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তাসহ কৃষি বিভাগ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। এই অভিযানে পুলিশের কর্মকর্তাও নিস্তার পায়নি। যতোদিন ডেভিল মুক্ত না হবে, ততদিন অপারেশন চলবে।
তিনি বলেন, সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিজিবির পাশাপাশি সাধারণ জনগণ ভূমিকা রেখেছে। তবে সীমান্তে কেউ আইন হাতে তুলে নেবেন না।
কৃষকদের বর্তমান অবস্থা তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশে সারের সংকট নেই। কিছু কিছু ডিলার শয়তানি করছে। খামারিরা গরু উৎপাদন বাড়িয়েছে, ভারত থেকে গরু চোরাচালান অনেক কমে যাবে। রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা।
মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।