× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধায় আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫২ পিএম

গাইবান্ধা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রবা ফটো

গাইবান্ধা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রবা ফটো

গাইবান্ধা শহরের ১ নম্বর রেলগেট এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন,‘ঢাকায় ফ্যাসিবাদের আঁতুরঘর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় ফ্যাসিবাদের কার্যালয় উচ্ছেদ করছি। আমরা চাই, কোথাও যেন ফ্যাসিবাদের চিহ্ন না থাকে। ছাত্র-জনতা এভাবেই ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা রুখে দেবে।’

তিনি আরও বলেন, ‘গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি রেলওয়ের জায়গায় অবস্থিত। এটি দখলদারিত্বের মাধ্যমে স্থাপিত হয়েছিল। এ জায়গায় একটি পাবলিক টয়লেট করা হবে।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘আমি বাড়িতে আছি। এ ধরনের কোনো খবর আমার কাছে নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা