× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় সাবেক মেয়রের বাড়িতে ভাঙচুর-আগুন

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২২ পিএম

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাগুরা পৌরসভার সাবেক মেয়রের বাসায় ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। প্রবা ফটো

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাগুরা পৌরসভার সাবেক মেয়রের বাসায় ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। প্রবা ফটো

মাগুরায় সাবেক মেয়রের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়া ভাঙচুর চালানো হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরালেও।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাগুরা পৌরসভার সাবেক মেয়র খুরশিদ হায়দার টুটুলের বাসায় এ ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলটি প্রথমে মূল দরজা ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে। এর পর একে একে চারতলা ভবনটির প্রতিটি কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় দরজা-জানালার চৌকাঠে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সাবেক পৌর মেয়রের ছেলে শাহরিয়ার খুরশিদ রুদ্র তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন- ধানমন্ডি ৩২ নম্বর বাসায় যারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তাদের ছবি দেখে পরবর্তীতে আমরা প্রতিশোধ নেবো। বঙ্গবন্ধুর ছবি কারও মন থেকে মুছে ফেলা যাবে না। শরীরের তাজা রক্ত দিয়ে হলেও আমরা প্রতিশোধ নেবো। এছাড়াও উস্কানিমূলক আরও বক্তব্য তার স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরা হয়।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় পূর্ব ঘোষণা ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জড়ো হয় স্টেডিয়াম চত্বরে। এ সময় স্টেডিয়ামের পাশে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কিছুটা ভেঙে ফেলেন তারা। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেটে জড়ো হয় ছাত্র-জনতা। এর পর মিছিল নিয়ে সাবেক মেয়র খুরশিদ হায়দার টুটুলের বাড়িতে গিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

মাগুরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কোনো নেতাকর্মীকেই স্বস্তিতে রাখা হবে না। যারা নতুন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, আমরা সম্মিলিতভাবে তাদের অপশক্তি প্রতিরোধ করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা