× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ জেলায় পাঁচ লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৮ পিএম

৫ জেলায় পাঁচ লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে নিখোঁজের ১৩ ঘণ্টা পর সেই চা-বাগানেই মিলল শিশুর গলাকাটা লাশ। এ ছাড়া কুলাউড়ায় একজনকে কুপিয়ে হত্যা, চট্টগ্রামের লোহাগাড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহতসহ চাঁদপুরের কচুয়ায় অটোরিকশাচালক, গাইবান্ধার সুন্দরগঞ্জে কিশোর ও ময়মনসিংহের ভালুকায় এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। প্রতিবেদকদের পাঠানো খবর…

মৌলভীবাজারের কমলগঞ্জ : কমলগঞ্জের শমসেরনগর চা-বাগানে গরু আনতে গিয়ে শিশু পূর্ণিমা রেলী নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পর ওই চা-বাগানেই মিলল তার লাশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শমসেরনগর চা-বাগানের ১১ নং সেকশনের দুই টিলার মধ্যবর্তী স্থান থেকে তার গলা ও হাতের কব্জি কাটা লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত পূর্ণিমা শমসেরনগর চা-বাগানের ৬ নং টিলার চা-শ্রমিক আপ্পারাও রেলীর মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। 

কুলাউড়া (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় খাসিয়াদের বিরুদ্ধে। গত বুধবার ইউনিয়নের নার্সারি পারপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ওই ইউনিয়নের নলডরি গ্রামের হাজী হবিব উল্লাহর ছেলে।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, এ ঘটনায় নিহত আব্দুল করিমের ভাই আব্দুল গফ্ফার হত্যা মামলা করেছেন। 

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ার ছোট ভবানীপুর এলাকায় অটোরিকশাচালক ফারুক হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারুক হোসেন কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর-রহমতগঞ্জ গ্রামে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছেন। 

কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে চোর চক্র।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জের চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব-চণ্ডীপুর গ্রামের মালভাঙ্গা এলাকা থেকে জসীম মিয়া নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, জিজ্ঞাসাবাদে নিহত জসীমের এক ভাই ও ভাবিকে (স্বামী-স্ত্রী) আটক করা হয়েছে।

ভালুকা ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় লিপি রানী নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার হাজীরবাজার-নয়নপুর সড়কের স্লুইসগেটের নিচে স্থানীয় লাউতি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিপি রানী উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের মরহুম আনন্দ খলিফার মেয়ে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা