× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় পোশাক কারখানায় ৫১ নারী শ্রমিক অসুস্থ

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম

আশুলিয়ায় পোশাক কারখানায় ৫১ নারী শ্রমিক অসুস্থ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস তৈরি পোশাক কারখানার ৫১ শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে দু’জন ছাড়া বাকী সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংপুর এলাকার ওই কারখানায় মাথা ব্যথা, বমি ও অস্থিরতা নিয়ে প্রায় ৩১ শ্রমিক স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি হন। এর আগে, একই ধরনের সমস্যা নিয়ে ২০ শ্রমিক একই হাসপাতালে চিকিৎসা নেন।

শ্রমিকরা জানান, গত ৩১ জানুয়ারি (শুক্রবার) কারখানার আটতলায় মাজেদা নামের এক নারী শ্রমিক মারা যান। মরদেহ দীর্ঘ সময় ওখানেই ছিল। প্রতিদিনের মতো শ্রমিকরা কাজে যোগ দেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) হঠাৎ দুপুরের পর থেকে নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, কেউ কেউ আবার বমিও করছিলেন। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ আমলে না নিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করাতে থাকে। এরপর একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ পর্যন্ত অনেক শ্রমিক অসুস্থ হয়েছে বলেও জানান তারা।

হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ নারী শ্রমিক রিনা আক্তার বলেন, গত শুক্রবার আমাদের কারখানায় একজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারখানার মেডিকেলে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ (৬ফেব্রুয়ারি) দুপুরে অনেক শ্রমিক কাজ করা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। এসময় আমার মাথা ঘুরে যায় এবং চোখ দিয়ে অন্ধকার দেখি। পরে আমাকে হাসপাতালে আনা হয়। এখন আমি মোটামুটি সুস্থ আছি।

অপর শ্রমিক আসফি বেগম জানান, গত শুক্রবার (৩১ জানুয়ারি) কারখানায় এক নারী শ্রমিক মারা যায়। আজ  (৬ ফেব্রুয়ারি) দুপুরের খাবারের পর দেখি অনেক শ্রমিক পড়ে গিয়ে অসুস্থ হয়। এমন অবস্থা দেখে আমি কারখানা থেকে বের হয়ে বাইরে আসি। বাইরে এসে আমিও পড়ে যাই। পরে কারখানার স্টাফরা আমাকে হাসপাতালে নিয়ে আসেন। কারখানার স্টাফরা আমাদের অনেক সেবা করেছেন।

এ ব্যাপারে মেডলার অ্যাপারেলস তৈরি পোশাক কারখানার অ্যাডমিন ম্যানেজার হাফিজ উদ্দিন বলেন, গত শুক্রবার (৩১ জানুয়ারি) এক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হন। তাকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কারখানার শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কিত হয়ে দুপুরের খাবারের আগে ৫ জন শ্রমিক অসুস্থ হন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। তবে দুপুরের পরে অসুস্থতার সংখ্যা বাড়ে। শ্রমিকরা মূলত আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। তাদের দাবি কারখানার প্রতিটি ফ্লোরে মিলাদের ব্যবস্থা করার। শ্রমিকদের কথা অনুযায়ী গতকাল (৫ ফেব্রুয়ারি) একটি ফ্লোরে মিলাদের ব্যবস্থা করা হয়। আজ সকালে সবাই কাজে যোগ দিলে দুপুর থেকে আজও শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ম্যানেজার হাবিবুর রহমান বলেন, গতকাল (৫  ফেব্রুয়ারি) থেকে এ পর্যন্ত প্রায় ৫১ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল (৫ ফেব্রুয়ারি) দু’জনকে ভর্তি করা হয়েছিল। তাদের কারোরই শারীরিক কোনও সমস্যা নেই। তারা মূলত আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এদের মধ্যে দু’জন শ্রমিক এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে মেডলার অ্যাপারেলস তৈরি পোশাক কারখানার শ্রমিক জুনিয়র অপারেটর মাজেদা খাতুন অসুস্থ হয়ে মারা যান। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা