ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫১ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যেন গরু চুরির হিড়িক পড়েছে। প্রতি রাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গত দুই মাসে উপজেলায় একই ইউনিয়নে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। কখন কার গোয়াল থেকে গরু চুরি হয় এই আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার কৃষক ও খামারিরা।
সর্বশেষ গত ২৯ জানুয়ারি ভোরে উপজেলার বড়হিত ইউনিয়নে পাড়া পাচাশি গ্রামের আব্দুল মতিন গোয়ালঘর থেকে দেশি জাতের ৩টি গরু চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
আব্দুল মতিন জমি চাষাবাদের পাশাপাশি বাড়িতে গবাদিপশু পালন করেন। ঈশ্বরগঞ্জ-উচাখিলা পাকা সড়কের পাশেই তার বাড়ি। রাতের আঁধারে চোরেরা গোয়াল ঘরের তালা গলিয়ে ৩টি গরু মিনি ট্রাকে তুলে নিয়ে যায়। একই কৌশলে ২৪ নভেম্বর বড়হিত ইউনিয়নে পুরাহাতা গ্রামের আব্দুল গনির ৩ টি গরু ও আব্দুল সাওারের ১ টি গরু চুরি হয়।
এলাকাবাসীর অভিযোগ, গভীর রাতে পিকআপ নিয়ে বিভিন্ন রাস্তার পাশের খামার থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চোর চক্র। ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় চোরাই গরুবাহী পিকআপ। রাত জেগে পাহারা দিয়েও মিলছে না নিস্তার। পুলিশে অভিযোগ দিয়েও মিলছে না সহযোগিতা।
বড়হিত ইউপি চেয়ারম্যান আজিজুল হক মিলন বলেন, ইউনিয়নে চুরি বৃদ্ধি পাওয়ায় পরিষদের মেম্বারদের নিয়ে আলোচনা করেছি পাশাপাশি সকল গ্রাম পুলিশদের সর্বোচ্চ সর্তকতায় রাখা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, গরু চুরি প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে বিট মিটিং করেছি। এ ছাড়া চোরাই গরু উদ্ধারেও কাজ চলছে।