রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম
রাঙ্গুনিয়ায় ফসলি জমি ভরাটের প্রতিবাদে অনুষ্ঠিত মাববন্ধনের একাংশ। প্রবা ফটো
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে ফসলি জমি ভরাটের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া সরকারি কলেজের পাশের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলার পূর্ব সৈয়দবাড়ি বিলে পাহাডি মাটি দিয়ে ফসলি জমি ভরাট করে আবাসন নির্মাণের প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে বক্তৃতা দেন উপজেলা বিএনপির সদস্য নুরুল আজিম, উত্তর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, ভুক্তভোগী জমি মালিক কালু মিয়া, মো. মোখলেস, মো. আজম প্রমুখ।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি ওই এলাকায় পাহাড় কেটে অন্যের জমি ভরাট করে বেদখল করছেন। এদিকে ফসলি জমিতে মাটি ভরাটের কারণে ধুলাবালুতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। সেই সঙ্গে ভারী যানের কারণে শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান বলেন, ভারী যান চলাচল বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।