রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০২ পিএম
লক্ষ্মীপুরের রামগতিতে সড়কের পাশে কোনো জায়গা না রেখে সরকারি সড়কে ব্যক্তিগত দেয়াল নির্মাণ করার অভিযোগে উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ সানুর বিরুদ্ধে।
উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রামের চৌধুরী বাজার-আযাদ মেমোরিয়াল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
সানাউল্লাহ উপজেলার চররমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের আলী হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ( সকালে সরেজমিন দেখা যায়, উপজেলার চৌধুরী বাজার-আযাদ মেমোরিয়াল সড়কের সানাউল্লাহ সানুর বাড়ির সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির পাকা রাস্তার পূর্ব পাশ দখল করে ইটের সীমানা দেয়াল নির্মাণ করা হচ্ছে। এতে বড় যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার করে জিরো থেকে হিরো বনে যান সানু। একসময়ে স্থানীয় আওয়ামী লীগের পদ নিয়ে তিনটি ইটভাটার মালিক বনে যান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তার দাপট কমেনি। এবার সরকারি সড়ক দখল করে চলছে তার বাড়ি নির্মাণের কাজ।
স্থানীয় বাসিন্দা হাসমত আলী, সজিবুল হাসান, শিউলী বেগম, সালমান হোসেন ও পিয়াল হোসেন অভিযোগ করে বলেন, সরকারি সড়ক ঘেঁষে দেয়াল নির্মাণ করার কারণে বড় যানবাহন চলাচল করতে পারবে না। পরবর্তী সময়ে রাস্তা প্রসস্থ করার পথও বন্ধ করে দিচ্ছে সানু।
অভিযুক্ত সানাউল্লাহ সানু বলেন, ‘সরকারি রাস্তা দখলের প্রশ্নই আসে না। আমার জায়গায় আমি বাড়ির দেয়াল নির্মাণ করছি।’
রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় বলেন, সরকারি রাস্তার পাশে দেয়াল নির্মাণ করতে হলে কিছু জায়গা রেখেই করা উচিত। এখনই আমি লোক পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু বিকাশ চাকমা বলেন, বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে।