× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে মন্দির ও স্বর্ণের দোকানে চুরি

আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৮ পিএম

পটুয়াখালীতে মন্দির ও স্বর্ণের দোকানে চুরি

পটুয়াখালীতে একটি মন্দির ও স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। পাষাণময়ী কালী মাতার মন্দিরটি সদর উপজলা ভূমি অফিসের সংরক্ষিত এলাকার মধ্যে এবং স্বর্ণের দোকানটি ১০০ গজ দূরে নতুন বাজার স্বর্ণকার পট্টিতে। 

পাষাণময়ী কালী মন্দিরের পুরোহিত নিটুল গাঙ্গুলী ও তার স্ত্রী সীমা রানী গাঙ্গুলী জানান, গতকাল ভোরে ঘুম থেকে উঠে তারা দেখেন বাইরে থেকে তাদের ঘরের দরজা বন্ধ। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা খুলে মন্দিরে গিয়ে দেখেন দরজা খোলা। মন্দিরের ছোট একটি নারায়ণের পিতলের মূর্তি, কাঁসা-পিতলের থালা-বাসন ও প্রণামি বক্সের টাকাপয়সা খোয়া গেছে। 

এদিকে একই রাতে নতুন বাজার স্বর্ণকার পট্টিতে দুর্জয় গোল্ড হাউস নামের একটি স্বর্ণের দোকানেও চুরি হয়েছে। 

দোকান মালিক মৃণাল কর্মকার জানান, বুধবার রাত সাড়ে নয়টায় তিনি দোকান বন্ধ করেন। পরদিন ভোরে হাঁটতে বেরিয়ে দোকানের সামনে গিয়ে তালা ভাঙা দেখতে পান। তার দোকানের সিন্দুক ভেঙে চোর নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা