হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বিবৃতির পরিপ্রেক্ষিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কিছুদিন আগে তৌহিদী জনতার বাধার মুখে ফুটবল টুর্নামেন্ট পণ্ড হয়ে যায়।
বিষয়টি প্রধান উপদেষ্টার নজর এড়ায়নি। তিনি প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট নিয়ে একটি বিবৃতি দেন। এরপর টুর্নামেন্ট অনুষ্ঠানে কেউ বাধা সৃষ্টিতে এগিয়ে আসেনি। ফলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে প্রমিলা প্রীতি ফুটবল খেলা দ্বিতীয় ম্যাচ খেলার মাধ্যমে শেষ হয়েছে। খেলা ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা। অস্থায়ী মাঠটির চতুর্থ পাশে ডেকোরেটর লাল, নীল ও হলুদ কাপড় দিয়ে সাজানো হয়। প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য দুপুরের পর থেকে আশপাশের গ্রামের শত শত ফুটবলপ্রেমী নারী ও পুরুষ খেলা দেখার জন্য ভিড় করেন।
বৃহস্পতিবার খেলায় অংশ নিয়েছে দিনাজপুর বনাম রংপুর নারী ফুটবল দল। দিনাজপুর দলের গোলকিপার স্বপ্না ও রংপুর দলের গোলকিপার শাম্মি (আশা)। এ ছাড়া রত্না, ইননিমা, তিশা, সেতু, মোসলেমা, দুলালি, বৃষ্টিসহ অনেক খেলোয়াড় খেলায় অংশ নেন। খেলায় আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমবিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন লেবু, উপজেলা যুবদলের সদস্যসচিব এনামুল হক তাজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুজ্জামান জিয়া, খেলার আহ্বায়ক বখতিয়ার আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। খেলার উদ্বোধন করেন স্থানীয় মহিলা মনোয়ার বেগম। রংপুর নারী ফুটবল দল ১-০ গোলে দিনাজপুর নারী ফুটবল দলকে পরাজিত করে। রংপুর দলের খেলোয়াড়রা বলেন, আমরা খুশি আজ এখানে খেলতে পারছি।
দিনাজপুরের খেলোয়াড়রা বলেন, অন্তর্বর্তী সরকারেরর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিবৃতির পরিপ্রেক্ষিতে আজ (গতকাল) এই মাঠে খেলতে পেরেছি। এজন্য ভালো লেগেছে। অনেক দর্শক আমাদের খেলা দেখেছে। আমরা খুব খুশি।
আহ্বায়ক বখতিয়ার আহমেদ বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাড়তি আনন্দ দেওয়ার জন্য এই অস্থায়ী মাঠে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত ২৮ জানুয়ারি দিনাজপুরের হিলিতে বাওনা গ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটি ও তৌহিদী জনতার মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।